মাইন্ডসেট সম্পর্কে একটু ডিটেইলস জানতে চাচ্ছি এবং আমাদের কোন মাইন্ডসেট থাকা ভাল?
মাইন্ডসেট হল, কোন বিষয় সম্পর্কে মনের একটি স্পষ্ট ধারণা। ধরুন আপনাকে একটি ম্যাট্রিক্স অংক সমাধান করতে দেওয়া হল। আর আপনি এই অংকটি সমাধান করতে দুই ধরণের চিন্তা করতে পারেন। ১। আমি তো কোনদিন এই অংক করিনি। তাই আমার দ্বারা এই অংক সমাধান করা সম্ভব না। ২। আমি কোনদিন এই অংক সমাধান করিনি কিন্তু আমাকে এই অংক কিভাবে সমাধান করতে হয় তা শিখতে হবে এবং সমাধান করতে হবে।
অর্থাৎ মাইন্ডসেট ২ ধরণের।
১। ফিক্সড মাইন্ডসেটঃ যেটা আপনি ইতিমধ্যে ধরে নিয়েছেন আপনি এই অংক কোনদিন করেন নাই তাই সমাধান করতে পারবেন না। এটাকে আবার অন্য রকমভাবে বলা যায়, আপনি হয়ত কোন একটি অংক একটি পদ্ধতিতে সমাধান করতে পারেন এবং আজীবন সেই পদ্ধতিতেই সমাধান করেন। কিন্তু সেই অংকটি যে ভিন্ন পদ্ধতির মাধ্যমে আরো সহজে সমাধান করা যায়, তা কখনো চিন্তা করেন না। এইটাই হল ফিক্সড মাইন্ডসেট।
২। গ্রোথ মাইন্ডসেটঃ আপনি কোন একটি সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা হয়ত জানেন না কিন্তু সেটা সমাধান করার জন্য চেষ্টা করতেছেন। আবার আপনি কোন একটি সমস্যা একটি উপায়ে সমাধান করতে পারেন কিন্তু চেষ্টা করতেছেন এই সমাস্যাটি কিভাবে আরো দ্রুত এবং সহজে সমাধান করা যায়। এইটাই হচ্ছে গ্রোথ মাইন্ডসেট।