নাসার গ্রহাণু মহাকাশযান লুসি(Asteroid spacecraft Lucy.) এই মাসেই উৎক্ষেপণ করতে চলেছে

অজানা তথ্য

এই সপ্তাহেই মহাকাশের উদ্দেশ্যে উরাল দেবে নাসার মহাকাশ যান লুসি(Lucy)। বিশেষ ধরণের গ্রহাণু পর্যবেক্ষণ করার জন্য মহাকাশে পাঠানো হচ্ছে নাসার এই স্পেস ক্রাফটটি। নাসার পাঠানো এই স্পেস ক্রাফটটি মহাকাশে 12 বছর ধরে তার অভিযান চালাবে এবং আশা করা যায় এই 12 বছরে অনেক অজানা তথ্য পৃথিবীতে পেরণ করবে। বিজ্ঞানীরা এমনটাই ধারণা করছেন যে এই স্পেস ক্রাফটটি এমন কিছু গ্রহাণু পর্যবেক্ষণ করবে যা আগে কখনো দেখা যায় নি। নাসার বিজ্ঞানীরা জানার চেষ্টা করছে যে সৌরজগতের প্রথম দিকের গ্রহাণু গুলো কেমন ছিলো তার অধ্যায়ন করার পরিকল্পনা করছে নাসা।

এই স্পেস ক্রাফটটি 12 বছর ধরে সৌরজগতের বাইরের বা Outer part এ ভ্রমণ করবে। সৌরজগতের একেবারে বহির্ভূত অংশে পৌঁছে গেলে 7টি প্রাচীন গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে এই স্পেস ক্রাফটটি। বিজ্ঞানীদের মতে এসব গ্রহাণু এবং বৃহস্পতি গ্রহ একই কক্ষপথে ভ্রমণ করে। এসব গ্রহাণুকে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে লুসি(Lucy) প্রথম কোনো স্পেস ক্রাফট যে ওই অঞ্চলের গ্রহাণুর অধ্যায়ন করবে। নাসার বিজ্ঞানীদের মতে এসব গ্রহাণু গুলোকে বলা হচ্ছে টাইম ক্যাপসুল যা এই বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টির সময় থেকে রয়েছে। তাই বিজ্ঞানীদের ধারণা এই গ্রহাণুদের সম্পর্কে লুসির(Lucy) পাঠানো তথ্য অধ্যায়ন করে বিশ্বব্রক্ষ্মান্ডের সৃষ্টির সময়ের বিভিন্ন তথ্য জানতে পারবেন বিজ্ঞানিরা। এই গ্রহাণু গুলোর নাম দেওয়া হয়েছে ট্রজেন অ্যাষ্ট্রোয়েট। আপাতত 16ই অক্টোবর বাংলাদেশি সময় বেলা 03:34 মিনিটে উৎক্ষেপন করা হবে এই স্পেস ক্রাফটটি।

মন্তব্য করুন