আমাদের এই ছোট পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে, যার বিষয়ে জানলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই জায়গা গুলো আমাদের পৃথিবীতে অবস্থিত।
১. হুঙ্কার ডাউনার ভ্যালি, আইসল্যান্ড(Hunker Downer Valley Iceland):
আইসল্যান্ড পাহার পর্বতে ঘেরা একটি সুন্দর দেশ। তেমনই আইসল্যান্ডের নোরদিক আইল্যান্ড তার কিছু অদ্ভুত দৃশ্যের জন্য বিখ্যাত। আইসল্যান্ডে পর্যটকরা ঘুড়তে গেলে ব্লু লেগুনে বেশি সময় কাটাতে পছন্দ করে। এই জায়গায় 2টি অনেক প্রাচিন গিজার্স রয়েছে। এখানে দেখা যায় একটি গর্ত থেকে গরম পানি কিছুক্ষণ পর পরই বিষ্ফরণের ন্যায় বের হয়ে অনেক উচুতে ওঠে। কিছু সময় এই পানি 200 ফিট পর্যন্ত উপরে উঠে যায়।
২. রেইনবো ইউক্যালিপটাস উকলা(Rainbow Eucalyptus Ukla):
আমাদের পৃথিবীতে ইউক্যালিপটাসের প্রায় ৭০০ টি প্রজাতি রয়েছে। এসকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে রেইনবো ইউক্যালিপটাস গাছ। এই গাছগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এই গাছটি লম্বায় হতে পারে প্রায় ২৫০ ফিট। এই গাছগুলো সর্বপ্রথম ফিলিপাইনসে খুজে পাওয়া যায়। ক্লোরোফিলের মাত্রা বেরে যাওয়ার কারণে এই গাছগুলোকে এতো সুন্দর দেখায়।
৩. লেনকুয়াইসিস ম্যারানহেনসিস নেশনাল পার্ক, ব্রাজিল(Lenkuasis Maranhenses national park, Brazil):
আপনার হয়ত বিশ্বাস হবেনা যে বিশ্বের সবচেয়ে সুন্দর সাতার কাটার জায়গা একটি মরুভূমির মাঝে হতে পারে। কিন্তু ব্রজিলের মরুভুমির মাঝে অবস্থিত একটি নেশনাল পার্কে এমনই দৃশ্য দেখতে পাওয়া যায়। এগুলো দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে থাকে।
৪. পেনিটেন্ট ইন দিস মাউন্টেইন রেন্জ(Penitent in this mountain range):
পেনিটেন্ট ইন দিস মাউন্টেইন রেন্জে গেলে শুধু বরফ দেখতে পারবেন যা সোজা উপরের দিকে খাড়া হয়ে আছে। এগুলো লম্বায় প্রায় ১৬ ফিট পর্যন্ত হতে পারে।
৫. গ্লোও ওয়ার্ম কেভ(Glow warm cave):
নিউজিল্যোন্ডের নোর্থ আইল্যান্ডে কিছু প্রাচিন গুহা রয়েছে। এই গুহাগুলোর ভেতরে গেলে যা দেখা যায় তা কোনো জাদুর থেকে কম নয়। এই গুহাগুলোর মধ্যে গ্লোও ওয়ার্ম নামক পোকা রয়েছে। এই পোকা গুলোর শরীর থেকে সবুজ এবং নীল আলো বের হয় যা গুহার ছাদকে অনেক সুন্দর দেখায়।
আরো সুন্দর এবং অজানা বিষয়ে জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আলোকিত সমাজের সাথে থাকার জন্য ধন্যবাদ।