আলুতে আছে ব্লীচিং উপাদান যা দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যাসিডিক উপাদান যা ব্রণের দাগ দূর করে। তাই মুখের কালো দাগ দূর করতে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ত্বকে আলু কিভাবে ব্যবহার করবেন।
আলু কুচি করে বা ছেঁচে রস বের করে নিন। তারপর সেই রস পরিষ্কার তুলা দিয়ে সারা মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিটের মতো রেখে তা শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারে মুখের সমস্ত দাগ দূর হবে। কিছু দিন ব্যবহারে আপনি নিজেই বুঝাতে পারবেন আলু মুখের কালো দাগ দূর করতে কতটা গুরুত্বপূর্ণ। মুখের উজ্জলতা বাড়াতে এর সাথে কয়েক ফোটা মধু বা লেবুর রস মিশিয়ে নিন। আর চোখের নিচের কালো দাগ দূর করতেও আলু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আলুকে সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তারপর আলুর খোসা ফেলে মাঝ বরাবর কেটে অর্ধেক করে চিকন চিকন স্লাইস করে নিতে হবে। তারপর তা চোখের নিচে ১০ মিনিট রাখতে হবে। এভাবে কিছু দিন ব্যবহারে চোখের নিচের কালো দাগ দূর হবে।
এছাড়া আলুর মধ্যে থাকা পটাশিয়াম ত্বককে সতেজ রাখে যা ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। আলুতে রয়েছে ফাইবার, খনিজ ও ভিটামিন যা ত্বকে রক্ত সঞ্চালন করে।
আপনারা অনেক সময় মুখের কালো দাগ দূর করতে নানা প্রসাধনী ব্যবহার করে থাকেন এতে আরও সমস্যা সৃষ্টি হয়। তাই প্রাকৃতিক উপকরণ ব্যবহার করাই শ্রেয়। সেক্ষেত্রে আপনারা আলু ব্যবহার করতে পারেন।