১ বিটকয়েন সমান কত টাকা?

অজানা তথ্য

বিটকয়েন একটি ভারচুয়াল মুদ্রা যার বাস্তবে কোন অস্তিত্ব নেই। ২০০৯ সালে সর্ব প্রথম বিট কয়েন সবার নজরে আসে। এরপর দিন দিন এর জনপ্রিয়তা বাড়তে থাকে। যেহেতু এটি ভারচুয়াল মুদ্রা, তাই এটি বহন করার কোন ঝামেলা নাই।

সাধারণত টাকা বা ডলার জাতীয় যে সমস্ত কাগজী বা ধাতব মুদ্রা আমরা ব্যবহার করে থাকি, সেই মুদ্রা সারা বিশ্বের লেনদেনে কোন দেশ, ব্যাংক বা সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। তবে  বিটকয়েন মুদ্রার তেমন কোন নিয়ন্ত্রণকারী নেই। তাই এই মুদ্রা দিয়ে সারা বিশ্বে সকল প্রকার বৈধ এবং অবৈধ লেনদেন নিশ্চিন্তে সম্পন্ন করা যায়।

২০০৯ সালে যখন বিটকয়েন মুদ্রা হিসেবে বাজারে আসে, তখন ১৩০৯ বিটকয়েনের বিনিময়ে পাওয়া যেত মাত্র ১ ডলার। অর্থাৎ তখন ১ ডলার সমান ১৩০৯ বিটকয়েন হিসাব করা হত। যেহেতু ২০০৯ সালে ১ ডলার সমান ৬৭.৪ টাকা ছিল, সেহেতু সেই সময় ১ বিটকয়েনের দাম ছিল মাত্র ৫ পয়সার কিছু বেশি।

কিন্তু আপনি কি জানেন বিটকয়েনের বর্তমান বাজারমুল্য কত?

বর্তমান ২০২১ সালে সেই হিসাবটিকে পুরো উল্টো দিক থেকে ধরতে হচ্ছে। যেখানে ২০০৯ সালে ১ ডলারের বিনিময়ে ১৩০৯ বিটকয়েন পাওয়া যেত, সেখানে বর্তমানে ১ বিটকয়েন কিনতে হলে গুনতে হবে ৪৩,০২৫.৩ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশী টাকায় হিসাব করলে হয় ১ বিটকয়েন সমান ৩৬,৭৯,০৩৯.৪২ টাকা।

এখন আপনি একটু ভেবে দেখেন যারা ২০০৯ বা ২০১০ সালের দিকে বিটকয়েন ক্রয় করেছিল, তাদের বর্তমান অবস্থা কেমন হতে পারে। অবশ্য সেই সময় যারা এই মুদ্রা ক্রয় করেছিল, তারা অনেকটাই অনিশ্বয়তার মধ্যে ছিল। সময়টা ছিল এমন যে, কেউ যদি জানত আপনি বিটকয়েন কিনেছেন, তবে সবাই আপনাকে সবচেয়ে বোকা হিসেবে গণ্য করতো। সবাই বলতো টাকাগুলো পানিতে ফেলেছেন। অথচ সেই বোকা মানুষগুলোই এখন অনেক অর্থের মালিক।

তবে দুঃখ জনক বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে বিটকয়েনকে অবৈধ হিসেবে ঘোষনা করে। বাংলাদেশের বিভিন্ন মুদ্রা এবং সন্ত্রাস বিরোধী আইনের পরিপন্থী হওয়ায়, এই মুদ্রা ব্যবহার করে ক্রয়-বিক্রয় সহ সমস্ত লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। তাই আপনি চাইলেই বৈধভাবে বিটকয়েন ক্রয় করতে পারবেন না। যার ফল স্বরুপ আপনি যদি বিটকয়েন দিয়ে কোন লেনদেন করে ঝামেলাই জড়িয়ে পড়েন বা কোন সমস্যায় পড়েন, তবে বাংলাদেশে কোন আইনি সুবিধা পাবেন না।

2 thoughts on “১ বিটকয়েন সমান কত টাকা?

  1. Get 450+ Extra Daily Visitors and 3X Your Profits

    “How can I get more traffic to my site?”
    People ask me this question all the time.
    Truth be told, ranking on Google is getting *harder*,
    because everyone and their grandma is targeting
    the same keywords.
    My friend George and his team just released a new
    SEO WordPress plugin that fixes this problem.
    It ranks your site higher in Google, without you
    creating more content or building backlinks.

    Check it out here ==> https://bit.ly/39swbCx

মন্তব্য করুন