চুলের যত্নে নানা প্রাকৃতিক উপাদানের ম্যাজিক্যাল টিপস

লাইফস্টাইল

বাড়িতে হাতের আশেপাশে প্রাকৃতিক উপাদান থাকলেও আমরা সেগুলোর যথাযথ ব্যবহার করিনা। এবং সেগুলোর উপকারিতা জানিনা, চলুন জেনে আসি তেমনি কিছু প্রাকৃতিক উপাদানের কথা যা আমাদের চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে।

মেথির উপকারিতাঃ
১/ মেথি অকালে চুল পাকা রোধ করে।
২/ চুলের রুক্ষতা দূর করে।
৩/ চুল পড়া রোধ করে।
৪/ চুলের গোড়া মজবুত করে।
৫/ চুলকে মসৃণ করে।

হরতকীর উপকারিতাঃ
১/ চুল পড়া কমায়।
২/ চুলে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে।
৩/ নতুন চুল গজাতে সাহায্য করে।

ঘৃতকুমারীর উপকারিতাঃ
১/ খুশকি দূর করে।
২/ চুলের উজ্জ্বলতা বাড়ায়।
৩/ চুল পড়া রোধ করে।

নিম পাতার উপকারিতাঃ
১/ মাথার ত্বকের যেকোন সমস্যা দূর করতে অনেক উপকারী।
২/ খুসকি ও চুলকানি দূর করে।
৩/মাথার ত্বকের মাইক্রোবায়াল দূর করে।

কালোজিরার উপকারিতাঃ
১/  নতুন চুল গজাতে সাহায্য করে।
২/ চুল কালো করে।
৩/ চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে।

রসুনের উপকারিতাঃ
১/ মাথার ত্বকে  সংক্রমণ জাতীয় সমস্যা দূর করে।
২/ চুল পড়া রোধ করে
৩/ নতুন চুল গজাতে সাহায্য করে।

তেজপাতার উপকারিতাঃ
১/ চুলের গোড়া মজবুত করে।
২/ চুল পড়া বন্ধ করে।

পেঁয়াজের উপকারিতাঃ
১/ নতুন চুল গজায়।
২/ চুলের গোড়া মজবুত  ও শক্ত করে।
৩/ চুল পড়া রোধ করে।

এমন প্রাকৃতিক জিনিসের উপকারিতা জানতে কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিবেন।

মন্তব্য করুন