পাকিস্তানকে সাধারণত পুরুষ আধিপত্যশালী দেশ হিসাবে বিবেচনা করা হয়। পাকিস্তানের মেয়ে শাহনাজ তিন সন্তানের জননী এবং একজন প্রভাবশালী নারী।
তার নিজের দক্ষতার মাধ্যমে বিশ্বে প্রথম হিজাবী পাইলট হিসেবে বিশ্বের দরবারে নিজেকে উপস্থাপন করেন। এর আগে অনেকজন ওড়না জরিয়ে পাইলট হিসেবে কাজ করলেও তিনি সর্ব প্রথম পূর্ণাঙ্গ পর্দা অনুসরন করেন। চেহারাসহ আপাদমস্তক বোরখায় জরিয়ে তিনি বসেছেন বিমানের ককপিটে, আর নিজের নাম লিখিয়েছেন বোরখাওয়ালী নারী পাইলট হিসেবে।
২০১৬ সালে প্রথম বিমান চালান তিনি। এই জন্য গিনেস বুকে তার নাম উঠেছে। এছাড়াও তিনি একজন রাজনীতিবিদ ও সমাজকর্মী। তিনি পাকিস্তানের নারী উন্নয়ন নিয়েও কাজ করেছেন। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বেশ কয়েক বার দেখা করেন এবং উন্নয়ন মূলক কাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ২০১৮ তে তিনি পাকিস্তান মুসলিম লীগে যোগদান করেন।