চুলের যত্নে কিছু ঘরোয়া টিপস

লাইফস্টাইল

চুল পড়া সমস্যাটি কমবেশি সবার মধ্যে দেখা যায়। বাড়তি কোন প্রসাধনী  ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া সমস্যা সমাধান করা যায়। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায় চুল পড়া সমস্যা সমাধান।

১..গোসলের আগে চুল আঁচড়িয়ে নেবেন। আঁচড়ানোর সময় মোটা চিরুনি ব্যবহার করবেন। চুলে জট থাকলে সব সময় নিচে থেকে আঁচড়ানোর  চেষ্টা করবেন। এতে করে চুল কম ঝড়বে।

২..অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যায়। সপ্তাহে সর্বোচ্চ ৩ দিন শ্যাম্পু করার চেষ্টা করবেন।

৩..পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো ভাবে লাগিয়ে ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের ফলে নতুন চুল গজাতে সাহায্যে করবে এবং খুসকি থাকলে ভালো হয়ে যাবে।

৪..শ্যাম্পু করার পরে ১ মগ পানিতে লেবু অথবা চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিতে পারেন তাহলে আপনারা চুল সিল্কি হবে।

৫..বেশি পানি পান করবেন। সপ্তাহে ২ বার চিরুনি পরিষ্কার করবেন।

৬..চুলে অতিরিক্ত তেল দিবেন না। অল্প তেল হাতে নিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন। প্রতিদিন ২/৫ মিনিট ম্যাসাজ করতে পারেন।

৭..গোসল শেষ করে অনেকে আছেন যারা চুল গামছা দিয়ে বা কাপড় দিয়ে মুড়িয়ে রাখেন। এটা থেকে বিরতি থাকুন। এর ফলে আপনার চুলের আগা ফেটে যাওয়ার সম্ভবনা থাকে।

৮..নারকেল তেলের সাথে দারুচিনি গুড়া করে চুলের গোড়ায় ম্যাসাজ করে নিতে পারেন। এতে আপনার চুল পড়া বন্ধ হবে।

৯..চুল ভেজা থাকলে চুলের গোড়া নরম থাকে তাই ভেজা চুল না আচঁড়ানো ভালো। এতে বেশি চুল পড়ার ভয় থাকে।

১০..মধু ও দারুচিনি গুড়া ভালো ভাবে মিশিয়ে যে স্থানে চুল কম আছে সেখানে লাগাতে পারেন। এতে আপনার নতুন চুল গজাবে।

আশা করছি টিপস গুলো আপনাদের চুলের সমস্যা সমাধানে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না।

মন্তব্য করুন