বর্তমান দিনে বেশিরভাগ মানুষের কাছেই একটি করে বাইক আছে। আবার যারা বাইক নিয়ে বেশি সৌখিন তাদের কাছে একাধিক বাইক থাকাটাও কোন অস্বাভাবিক বেপার নয়। বর্তমানে পৃথীবিতে কিছু অদ্ভুত এবং সবচেয়ে দামি বাইক আছে। যা ভবিষ্যতে আমাদের জীবনকে আরও সহজ বানিয়ে দিবে।
১ঃ বিএমডব্লিউ মোটরড নেক্সট১০০
সাইন্স ফিকশন মুভি গুলোতে হয়তোবা আপনি এই ধরনের বাইক দেখে থাকবেন। কিন্তুু বিএমডব্লিউ কোম্পানি সেই স্বপ্নকেই বাস্তবে রুপ দিয়েছে। এই বাইকের সেল্ফ ব্যালান্সিং সিস্টেম বাইকটির সব চেয়ে বড় বৈশিষ্ট। এই বাইক চালানোর জন্য চালককে বিশেষ ধরনের চশমা পড়তে হয় যার মাধ্যমে চালক পুরো রাস্তা সম্পর্কে জানতে পারে যেমন ট্রাফিক বা রোড কান্ডিশন এবং সামনের রাস্তা সম্পর্কেও কিছুটা ধারনা পায়। কার্বন ফাইবার দিয়ে তৈরি এই বাইকে কোন জয়েন্ট নেই চালক যেদিকে হেন্ডেল ঘোড়ায় সেদিকে ঘোড়ার জন্য এই বাইক নিজের কার্বন ফাইবার যুক্ত বডিকে এডজাস্ট করে নেয়।
২ঃ ইয়ামাহা বিএমএস চপার
১৭০০ সিসির এই বাইকটি বেশ শক্তিশালী। এর সিটে লাল ভেলভেট কাপড় লাগানো আর বাকি অংশে ২৪ কেরেট সোনার কোটিং করা। এই বাইকটির দাম ৫ লক্ষ ডলার বা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকা।
৩ঃ ট্রন লাইট
হলিউডের ট্রন মুভিতে এধরনের কিছু গাড়ি ব্যবহার করা হয়। যা কাল্পনিক হলেও এখন বান্তবে পরিণত হয়েছে। এই বাইকটি ৯৯৬ সিসির যার দাম ৫৫ হাজার ডলার বা ৪৪ লক্ষ টাকা। বাইকটি তৈরি হয়েছে স্টিল,কার্বন ফাইবার এবং ফাইবার গ্লাস দিয়ে। বাইকটি প্রায় ৮ ফুট লম্বা এবং ২ ফুট চরড়া।
৪ঃ ভি১০ সুপার বাইক
এটি পৃথীবির সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগামি সুপার বাইক। যা ০ থেকে ৬০ কিলোমিটার স্পিডে পৌঁছায় মাত্র ১.৭৫ সেকেন্ডে। বাইকটির সর্বচ্চ স্পিড হলো ৫৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকটির দাম ৫ লক্ষ ৫৫ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকা।
৫ঃ প্রেভেস ইকোমোবাইল
দেখতে প্লেনের ককপিটের মতো হলেও প্রেভেস ইকোমোবাইল বাইকের তালিকায় এক অনন্য জায়গা তৈরি করে নিয়েছে। বিএমডব্লিউ কে সিরিজ মোটর বাইকের ইন্জিন দিয়ে তৈরি এই বাইক। এই বাইকটি চার চাকার গাড়ির মতো হলেও মাঝের ২টি সাইড হুউলস অটোমেটিক কাজ করে যার কারণে বাইকের গতি কম হলেও ব্যালেন্স বজায় থাকে। এই বাইকের মধ্যে একটি লাক্সারি গাড়ির সকল সুবিধায় আছে। এই বাইকের দাম প্রায় ৪৮ লক্ষ টাকা।