আমরা অনেক সময় কোথাও আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে গেলে বা নতুন কোন জায়গায় গেলে নতুন মানুষগুলোর সামনে নিজেকে গুটিয়ে রাখি। এছাড়া কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়তে বা চাকরি করার জন্য আমাদেরকে অনেক ক্ষেত্রে কিছু মানুষের কাছে নিজেকে উপস্থাপন করতে হয়। আর নিজেকে সুন্দর ভাবে অন্যের সামনে উপস্থাপন করতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।
১..আপনি যেখানে যাবেন তার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। যেমন, আপনি যদি সেখানে গিয়ে মন খারাপ করে বসে থাকেন তাহলে আগে থেকেই আপনি তাদের কাছে নিজের গুরুত্বটা হারাবেন। আবার সেখানে যেয়ে নিজের মতো কাওকে পাবেন এটা ভাবা বা কোন একজন মানুষের সাথে কথা বলে ভালো খারাপ বিচার করার চেষ্টা করবেন না। 💕
২..যেখানে যাবেন সেই পরিবেশের দিকে লক্ষ করে কাপড় পরিধান করুন। এটি নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।
৩..সবার সাথে কথা বলার সময় মৃদু হাসি দেবেন। এতে যারা আপনার সাথে কথা বলবে তাদের মন ভালো হবে। তবে এটা লক্ষ্য করবেন, কথার উদ্দেশ্য যদি দুঃখজনক হয় তবে না হাসাটাই শ্রেয়। যার সাথে কথা বলবেন তার কথা বুঝে হাসতে হবে।😌
৪..যার সাথে কথা বলবেন সুন্দর ভাবে গুছিয়ে এবং মার্জিত ভাবে কথা বলবেন। নিজের কথার মাঝে তাকে কথা বলার সুযোগ করে দিন। 🥰
৫..সে কি বিষয় নিয়ে কথা বলে তা ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। আগে থেকে নিজের মতামত প্রকাশ করবেনা। অনেক সময় অন্যের মতামতের গুরুত্ব দিতে হয়। 😌
৬..কথা বলার সময় যার বা যাদের সাথে কথা বলবেন তাদের আচরণ লক্ষ্য করবেন। নিজের আচরণ এবং কথার মধ্যে বিনয় রাখবেন। 🤫
৭..সেখানে নিজেকে মানাতে হলে তাদেরকে এবং তাদের পরিবেশকে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবেন। 😳
৮..বেশি কথা না বলার চেষ্টা করবেন। এতে অন্য মানুষ বিব্রত হতে পারে। আবার কম কথা বলবেন না এতে আপনাকে অহংকারী মনে করতে পারে।
৯..বুঝে কথা বলবেন। না বুঝে কোনকিছু করা ভালো না। কোন বিষয় আপনি নাও জানতে পারেন পরবর্তীতে সেইটা জেনে নিবেন।
১০..নিজের প্রতি বিশ্বাস রাখবেন। আপনি নিজেকে গুরুত্ব দিবেন। নিজের পাশের মানুষগুলোকে ভালো রাখবেন। তাহলে আপনি সবার কাছে গুরুত্বপূর্ণ ও ভালোবাসার মানুষ হয়ে থাকবেন।❤️
আমার মনে হয় সবার সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা আমি বা আমরা সবাই করি। আপনারা যদি উপরের বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন তাহলে এই কাজটি আরও সহজ হবে। যদি লেখাটি ভালো লাগে লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন আর নিজের ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন😎😎