হ্যালুসিনেশন একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হল অলিক কিছুতে বিশ্বাস করা। অবাস্তব বা অস্তিত্বহীন কোন কিছুকে বিশ্বাস করা এবং মনের মধ্যে সেই অবাস্তব জিনিসকে উপলব্ধি করাকেই মূলত হ্যালুসিনেশন বলে। এটি মূলত এমন একটি অনুভূতি যা সম্পুর্ণ বাস্তব মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে পুরোটাই ভুল ধারণা, মনের ভুল।
বিষয়টি এমন নয় যে আপনি ঘুমের মধ্যে অদ্ভুত কিছু একটি দেখতেছেন বা অনুভব করছেন। যারা এই সমস্যায় ভুগছেন তারা সম্পুর্ণ জেগে থাকা অবস্থায় এমনটি দেখে থাকেন বা অনুভব করেন। প্রকৃতপক্ষে এটি কোন রোগ নয়। এটিকে মূলত মানসিক রোগের উপসর্গ বলা যায়। সাধারণত মস্তিষ্ক এবং মানসিক দুর্বলতার কারণে, নেশা জাতীয় দ্রব্য সেবনে এমন সমস্যার সৃষ্টি হয়।
নিচের বিষয়গুলো পড়লেই আপনি হ্যালুসিনেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজ আমরা হ্যালুসিনেশনের কয়েকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।
১। ভিজুয়াল হ্যালুসিনেশনঃ
একটি উদাহরণ দিলেই আপনি ভিজুয়াল হ্যালুসিনেশন সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। ধরুন আপনি ভিজুয়াল হ্যালুসিনেশনে ভুগছেন। আপনি দুপুরে খোলা আকাশের দিকে তাকালেন আর দেখছেন একটি হাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এখন আপনি অন্যদের ডেকে বিষয়টি দেখাতে চাইছেন কিন্তু অন্য কেউই সেটা দেখতে পাচ্ছে না। শুধু আপনিই সেটা দেখতে পাচ্ছেন। এমন সব অবাস্তব জিনিস দেখাকে ভিজুয়াল হ্যালুসিনেশন বলে।
২। অডিটরী হ্যালুসেনেশনঃ
এটি এমন একটি হ্যালুসিনেশন যার কারণে আপনি অবাস্তব কিছু শব্দ বা কন্ঠস্বর শুনতে পারবেন। মনে করুন আপনারা ৫ বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় আপনার কাছে মনে হচ্ছে কে যেন পেছন থেকে আপনার নাম ধরে ডাক দিচ্ছে। আপনি পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। আবার আপনারা কয়েকজন কোথাও বসে আছেন, এমন সময় আপনার কাছে মনে হচ্ছে আপনার চারপাশে বিড়াল জাতীয় কিছু ডাকছে। অথচ আপনার সাথে থাকা কেউ এই শব্দগুলো শুনতে পাচ্ছে না। এমন সমস্যাকে বলে অডিটরী হ্যালুসেনেশন।
৩। অলফ্যাক্টরি হ্যালোসিনেশনঃ
এটি মূলত ঘ্রাণ জাতীয় হ্যালুসিনেশন। মস্তিষ্ক এবং নাকে নানা ধরণের সমস্যার কারণে এমন অলফ্যাক্টরি হ্যালোসিনেশনে ভুগতে পারেন। ধরুন আপনি জানেন মাগুর বা শিং মাছ নোংরা পানিতে বসবাস করে এবং বিষ্ঠা জাতীয় খাবার খায়। এখন আপনি মাগুর মাছ দিয়ে ভাত খেতে বসেছেন। এমন সময় অন্যদের কোন সমস্যা মনে হচ্ছে না অথচ আপনি মাছে বিষ্ঠার গন্ধ পাচ্ছন। আসলে মাছে এমন কোন গন্ধ নেই। এটি মূলত আপনার অলফ্যাক্টরি হ্যালোসিনেশনের ইফেক্ট।
৪। ট্যাকটিক্যাল হ্যালুসিনেশনঃ
স্পর্শ জাতীয় হ্যালুসিনেশনকে ট্যাকটিক্যাল হ্যালুসিনেশন বলে। ধরুন আপনি শুনেছেন পানিতে এমন একটি প্রাণি আছে যা মানুষকে পা ধরে টেনে ডুবিয়ে নিয়ে যায়। এখন আপনি পুকুরে গোসল করতে নেমেছেন। এমন সময় আপনার সেই কথা মনে পরে গেছে। আর আপনি অনুভব করছেন কিছু একটা আপনার পা ধরে গভিরে নামিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে এমন কোন প্রাণি জলে নেই। তবে ট্যাকটিক্যাল হ্যালুসিনেশনের প্রভাবে আপনি এমনিতেই গভীরে চলে যাচ্ছেন।
এছাড়া আরও অনেক হ্যালুসিনেশন রয়েছে যেমন, আপনার কাছে মনে হচ্ছে আপনার ত্বক কুঁচকে যাচ্ছে, আপনার কন্ঠস্বর ভেগে যাচ্ছে ইত্যাদি। যেহেতু হ্যালুসিনেশন কোন রোগ নয় রোগের উপসর্গ মাত্র, তাই এমন সব সমস্যা দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞের বা ডাক্তারের সাথে কথা বলুন। ঠিক মত চিকিৎসা নিলে খুব দ্রুতই আপনি এমন সব সমস্যা থেকে রক্ষা পাবেন।