১০ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান বাজারে সেরা ৫টি স্মার্টফোন

তথ্য ও প্রযুক্তি

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের একটি নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। প্রায় সকল বয়সের মানুষই ফোন ব্যবহার করেন। অনেকেই হয়ত অনুসন্ধান করছেন কম বাজেটের মধ্যে সমস্ত অ্যাপস ব্যবহার করতে পারবেন এমন কোন ফোনটি ক্রয় করবেন। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো ১০,০০০ টাকা বাজেটের মধ্যে বর্তমান বাজারের সেরা যে ফোনগুলো ক্রয় করতে পারেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোন ক্রয়ের আগে আপনাকে প্রথমেই যে ৫টি বিষয় বিবেচনা করে দেখতে হবে। তা হলো ফোনের র‍্যাম, রম, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারী।

১। র‍্যামঃ
RAM এর পূর্ণরুপ হচ্ছে র‍্যানডম এক্সেস মেমোরি। আপনি যখন কোন অ্যাপস ওপেন করেন, তখন সেই অ্যাপসটি ইন্টার্নাল মেমোরি বা রম হতে র‍্যামে চলে আসে। আর র‍্যাম সেই অ্যাপসটিকে তার মধ্যে রান করে প্রয়োজনীয় ডাটা প্রসেসরে পাঠায়। আপনি যদি এক সাথে অনেক অ্যাপস রান করেন বা কোন বড় অ্যাপস ওপেন করেন, সেক্ষেত্রে পর্যাপ্ত র‍্যাম না থাকলে আপনার ফোন হ্যাং করবে বা স্লো কাজ করবে। তাই ফোন ক্রয়ের সময় পর্যাপ্ত র‍্যাম রয়েছে এমন ফোন ক্রয় করবেন। বর্তমান অ্যাপসগুলো অনেক জায়গা দখল করে। তাই কমপক্ষে ৩ জিবি র‍্যাম রয়েছে এমন ফোন ক্রয় করা উচিৎ। তবে কম অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে ২ জিবি র‍্যাম হলেও মোটামটি ভালই কাজ করে।

২। রমঃ
ROM এর পূর্ণরুপ হচ্ছে রিড অনলি মেমোরি। এটি একটি বিল্ড ইন মেমোরি। এর কাজ হচ্ছে ডাটা সংরক্ষণ করা এবং প্রয়োজনে সেই ডাটা র‍্যামে পাঠানো। অর্থাৎ আপনি যখন কোন অ্যাপস আপনার ফোনে ইন্সটল করেন, তখন সেই অ্যাপসটি মোবাইলের ROM এ জমা হয়। মোবাইলের ROM এ আপনি অ্যাপস, ভিডিও, অডিও, ফটো এবং নানা ধরনের ডকুমেন্ট সেভ করে রাখতে পারেন। এখন অবশ্য যেকোন ফোনেই কমপক্ষে ৮ জিবি ROM থাকে। তবে ROM যত বেশি থাকবে ততই ভাল।

৩। প্রসেসরঃ
প্রসেসর হচ্ছে আপনার মোবাইলের কাজ করার ক্ষমতা। তাই যে ফোনের প্রসেসরের ক্ষমতা যত বেশি সেই ফোন তত দ্রুত কাজ করতে পারবে। আপনি যে ফোনটি কিনবেন সেটি কত কোর প্রসেসর সেই বিষয়টি খেয়াল করবেন। যে প্রসেসরের যত কোর থাকবে সেটি তত ভাল কাজ করবে। যেমন কোয়াডকোর প্রসেসরে ৪ টি কোর থাকে এবং অক্টাকোর প্রসেসরে ৮টি কোর থাকে। এছাড়া এখন অক্টাকোর ও স্ন্যাপড্রাগন চিপসেট যুক্ত প্রসেসর অনেক ভাল পারফর্ম করে।

৪। ক্যামেরাঃ
ফোনে ভাল ছবি তুলতে সবাই চাই কিন্তু ক্যামেরা ভাল না হলে ছবি ভাল না হওয়ায় স্বাভাবিক। তাই ফোন ক্রয়ের আগে ফোনের সামনের এবং পেছনের ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া ভাল। সাধারণত ক্যামেরার লেন্সকে পিক্সেলে হিসাব করা হয়। তাই বেশি মেগাপিক্সেল হলে ছবি বেশি ভাল হবে। সেই সাথে ওয়াইড এঙ্গেল, প্রট্রেইট মুড ইত্যাদি যুক্ত ক্যামেরা হলে বেশি সুন্দর ছবি উঠবে।

৫। ব্যাটারীঃ
একটি ফোনের অন্য সব ঠিক আছে কিন্তু ব্যাটারীর অবস্থা ভাল না হলে সেই ফোনকে ভাল ফোন বলা যায় না। তাই ফোন ক্রয়ের আগে অবশ্যই সেই ফোনের ব্যাটারী সম্পর্কে জেনে নিতে হবে। বর্তমানে ফোনের অ্যাপস এবং অন্যান্য কার্যক্ষমতা অনুযায়ী ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারীর নিচে ফোন ক্রয় করা উচিৎ নয়।

এখন চলুন বর্তমান বাজারে ১০০০০ টাকা বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ৫ টি ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

১। OPPO A12

Operating System: ColorOS 6.1.2, based on Android 9
Processor: octa-core, 2.3GHz, MediaTek Helio P35 (MT6765V/CB)
RAM: 3 GB
ROM: 32 GB
Display Size: 6.22”
Rear Camera: 13MP + 2MP(depth lens)
Front Camera: 5MP
Battery: 4230mAh
দামঃ ৯৯৯০ টাকা

২। Infinix Hot S3 X573

Operating System: Android Oreo v8.0 (XOS Hummingbird 3.0)
Processor: Octa-core, 1.4 GHz, Chipset: Qualcomm Snapdragon 430
RAM: 3 GB
ROM: 32 GB
Display Size:
Rear Camera: 13 megapixels
Front Camera: 20 megapixels (dual-flash, face beauty
Battery: 4000 mAh (non-removable)
দামঃ ৯৮১৩ টাকা

৩। Redmi 9A

Operating System: Android 10, MIUI 12
Processor: Octa-core, 2 GHz, MediaTek Helio G25 (12 nm)
RAM: 2 GB
ROM: 32 GB
Display Size: 6.53 inches 720 x 1600 pixels
Rear Camera: 13MP
Front Camera: 5MP
Battery: Non-removable Li-Po 5000 mAh battery
দামঃ ৯৯৯৯ টাকা

৪। Samsung Galaxy M02

Operating System: Android 10, One UI 2.0
Processor: Quad-core 1.5 GHz Cortex-A53, Mediatek MT6739W (28 nm)
RAM: 2 GB
ROM: 32 GB
Display Size: 6.5” (PLS IPS Display)
Rear Camera: 13MP+2MP
Front Camera: 5 MP
Battery: Type: Li-Po 5000 mAh, non-removable
দামঃ ৯৫৯৯ টাকা

৫। realme C11

Operating System: Android 10, realme UI 1.0
Processor: Octa-core 2.3 GHz Cortex-A53, MediaTek Helio G35 (12 nm)
RAM: 2 GB
ROM: 32 GB
Display Size: 6.5 inches, 102.0 cm2 (~81.7% screen-to-body ratio)
Rear Camera: Dual 13 MP, (wide), f/2.2, PDAF + 2 MP, f/2.4, (depth)
Front Camera: 5 MP, f/2.4, 27mm (wide)
Battery: Non-removable Li-Po 5000 mAh battery
দামঃ ৮৬৯০ টাকা

 

পোস্টটি শেয়ার করতে নিচে আপনার সোশ্যাল আইকনে ক্লিক করুন।

মন্তব্য করুন